.
হটাৎ বিছানার উপর থাকা আমার ফোনটা বেঁজে উঠলো।
আমি দূর থেকে আবছা ভাবে দেখলাম, মেঝ মামার
মেয়ে রিপা ফোন ।
আমি ফোন রিসিভ করতে যাবো তার আগেই রিমি
ফোন রিসিভ করে কানে ধরলো,
.
-- হ্যালো, শাহিন ভাইয়া.? (রিপা)
.
-- না... (রিমি)
.
-- তাহলে কে.? রিমি আপু.? (রিপা)
.
-- হুমম। (রিমি)
.
-- ওহ্। কেমন আছো, আপু.? (রিপা)
.
-- ভালো। কি জন্য ফোন দিয়েছিস.? (রিমি)
.
-- এমনি। শাহিন ভাইয়া কোথায়.? (রিপা)
.
-- কেন, কি দরকার.? (রিমি)ডেঞ্জারাস মামাতো বোন
.
-- এমনি কথা বলতাম। (রিপা)
.
-- তোর শাহিন ভাই ব্যস্ত আছে। (রিমি)
.
-- তবুও দাও, আমি কথা বলবো। (রিপা)
.
-- কি কথা বলবি, হ্যা.? এত রাতে তোদের
কিসের কথা রে.? (রেগে)
.
-- এমনি টুকটাক কথা। শাহিন ভাইয়ের
খোজ-খবর নিতাম।
জিজ্ঞেস করতাম, ভালো আছে কি-না। (রিপা)
.
-- তোর শাহিন ভাই অনেক ভালো
আছে, সুস্থও আছে। এখন ফোন রাখ। (রিমি)
.
-- তুমি এভাবে কথা বলছো কেন.? ফোনটা তো
তোমার না। যার ফোন তার সাথে কথা বলবো।
তোমার এত মাথাব্যাথা কিসের.? (রিপা)
. ডেঞ্জারাস মামাতো বোন
-- বাহ্.! ভালই তো মুখে কথা ফুটেছে। (রিমি)
.
-- হুমম। শাহিন ভাইকে ফোন দাও, কথা বলবো। (রিপা)
.
-- দিবো না ফোন, কি করবি তুই.? (রিমি)
.
-- দিতে বলছি দাও, আমাকে রাগিও না
বলে দিলাম। (গম্ভীর গলায়)
.
-- তোর রাগকে আমি ভয় পাই নাকি.?
ফোন রাখ... (রিমি)
.
কথাটা বলেই রিমি ফোন রেখে দিলো। তারপর ভয়ংকর
রাগী লুক নিয়ে আমার দিকে তাকালো।
আমি বেশ ঘাবড়ে গেলাম। আমতা আমতা
করে বললাম,
.
-- এভাবে তাকিয়ে আছিস কেন.? (আমি)
.
রিমি কোন কথা না বলে তেড়ে আমার কাছে আসলো।
আমার লম্বা চুল টেনে ধরে গম্ভীর গলায় বলল,
.
-- রিপা, এত রাতে তোকে ফোন দিয়েছিল
কেন.? (রিমি)
.
-- সেটা আমি কিভাবে বলবো। (আমি)
.
-- তাহলে কে বলবে, শুনি.?
তোকে ফোন দেয় আর তুই জানিস না.? (রিমি)
.
-- না। আসলে রিপা আজ বেশ কয়েক দিন ধরে
আমার পিছে পরে আছে।
যখন তখন ফোন দেয়। ফোন দিয়ে মিষ্টি মিষ্টি
কথা বলে।
সেদিন দেখা করার জন্য কলেজেও এসেছিল।
জানি না, হটাৎ রিপা আমার সাথে এত ভাব জমানোর
চেষ্টা করছে কেন.? (আমি)
.
রিমি আমাকে ছেড়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ডেঞ্জারাস মামাতো বোন
নিষ্প্রাণ গলায় বলল,
.
-- ওহ্.! এবার বুঝেছি। তা তুই রিপার সাথে
কথা বলিস কেন.?
কথা না বললে তো আর রিপা তোকে ফোন
দিবে না। (রিমি)
.
-- কথা বললে কি হবে.? রিপা তো আমার
বোন হয়। (আমি)
.
-- বোন নাকি অন্য কিছু.? (কপাল কুঁচকে)
.
-- পাগল নাকি.? বোন ছাড়া আর কি হবে.? (আমি)
.
-- অনেক কিছুই হওয়ার সম্ভবনা আছে।
তোকে আমার মোটেও সুবিধার মনে হয় না। (রিমি)
.
-- হুররউ, বাজে কথা রাখ। (আমি)
.
-- আমি বাজে কথা বলি.? কুত্তা, আর যদি কোন
দিন রিপার সাথে কথা বলিস না তাহলে আমার চেয়ে
খারাপ আর কেউ হবে না, হু।
রিপা যতই ফোন দিক, তুই ফোন রিসিভও করবি
না, কথাও বলবি না। (রেগে আগুন হয়ে)
.
-- তাহলে তো তোর সাথেও কথা বলা বন্ধ করা
দরকার। (আমি)
.
-- কেন.? (অবাক হয়ে)
.
-- কেন আবার, তুইও আমার মামাতো বোন আবার
রিপাও আমার মামাতো বোন.!
তাহলে তোর সাথে কথা বলা যাবে আর রিপার সাথে
কথা বলা যাবে না কেন.? (আমি)
.
-- না, যাবে না। (রিমি)
.
-- এটা আবার কেমন কথা.? (আমি)
.
-- ওমন-ই কথা... (রিমি)
.
-- ধুররর, আমি রিপার সাথে কথা
বলবো। (আমি)
.
-- তাহলে আমিও লাত্থি দিবো.! (রিমি)
.
-- আচ্ছা, রিপার সাথে কথা বললে তোর এত
সমস্যা কিসের বলতো.? (আমি)
.
-- সমস্যা আছে। অনেক সমস্যা আছে। (রিমি)
.
-- সেটা তোর ব্যাপার। আমি রিপার সাথে কথা
বলবোই.! তোর কিছু করার থাকলে করে
নিস। (রেগে) ডেঞ্জারাস মামাতো বোন
.
-- দেখ শাহিন, আমার রাগ উঠাস না। তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি উল্টাপাল্টা কিছু একটা করে
ফেলবো.!
আর একটা কথা বল তো, রিপার সাথে কথা
বলার এত শখ কিসের.?
তোদের মধ্যে অন্য কিছু চলছে না তো.? (রিমি)
.
-- অন্য কিছু মানে.? (অবাক হয়ে)
.
-- ওই তো, প্রেম-ভালবাসা এসব.! (রিমি)
.
-- ছিঃ.! কি বলিস এসব.? রিপা আমার
বোন.! (আমি)
.
-- নিজের তো আর না, মামাতো বোন। (রিমি)
.
-- তো কি হয়েছে.? বোন তো.! নিজের হোক
কিংবা মামাতো। (আমি)
.
-- ভালো, তবে ওই বোন পর্যন্তই যেন থাকে।
এর বেশি কিছু যেন না হয়। (রিমি)
.
কথাটা বলেই রিমি মুখ বাকিয়ে চলে গেল।
আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পরলাম।
হটাৎ আবার আমার ফোনটা বেঁজে উঠলো।
দেখি রিপা ফোন করেছে। ইচ্ছা না থাকা সত্তেও
ফোন রিসিভ করলাম।
.
-- হ্যালো, রিপা.! (আমি)
.
-- হুমম। কেমন আছো, ভাইয়া.? (রিপা)
.
-- ভালো... তুমি.? (আমি)
.
-- আমিও ভালো আছি। (রিপা)
.
-- ওহ্। তা কি জন্য ফোন দিয়েছো.? (আমি)
.
-- এমনি। কেন, কোন সমস্যা.? (রিপা)
.
-- তেমন কিছু না। এখন ঘুমাবো তাই। (আমি)
.
-- ওহ্। ঠিক আছে, আমি পরে ফোন দিব।
আর ভাইয়া কাল বিকালে কি ফ্রি আছো.? (রিপা)
.
-- উমমম, হ্যা আছি। কেন.? (আমি)
.
-- এমনি। কাল বিকালে আমি দেখা করতে
আসবো। (রিপা)
.
-- আচ্ছা, আসিও। এখন রাখলাম। (আমি)
.
তারপর আমি ফোন রেখে দিয়ে ঘুমানোর চেষ্টা
করলাম কিন্তু কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না।
আমি এপাশ-ওপাশ করতে করতে যেই-সেই ভাবতে লাগলাম। তবে আমার ভাবনাতে সর্বপ্রথম রিমির
নাম'টাই এলো।
.
রিমি মেয়েটা আমার সাথে কেন এমন করে
আমি বুঝি না। আমার সব কাজে সে বাঁধা দেয়।
সবার থেকে আগলে রাখে। আবার কিছু জিজ্ঞেস
করলে বলে, তোর মত গাধা ওসব বুঝবে না।
.ডেঞ্জারাস মামাতো বোন
রিমি আমাকে নিয়ে যতটা চিন্তা করে আমার মনে
হয় না, মা-বাবাও এতটা করে না।
আচ্ছা, রিমি আমার জন্য এত কিছু কেন করে.?
কেন সে আমাকে নিয়ে এত ভাবে.?
এসব কি শুধু আমি ওর ভাই বলেই করে নাকি অন্য কিছু.?
.
ধুররউ.! কি ভাবছি এসব। অন্য কিছু হতে যাবে কেন.?
আমি এসব ভাবাভাবি বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম।
.
.
.
অন্যদিকে,
রিমি শুয়ে শুয়ে ভাবছে, শাহিন কি সত্যি-ই শিলাকে ভালবাসে.?
সত্যি-ই কি কাল শিলাকে প্রপোজ করবে.?
রিমির খুব চিন্তা হতে লাগলো। কিছুতেই চোখে ঘুম
ধরা দিচ্ছে না। রিমি শিলাকে ফোন দিলো কিন্তু ফোন
বন্ধ। রিমির চিন্তা আরো বেড়ে গেল। সে সারারাত ঘুমাতে
পারলো না।
.
.
সকাল বেলা ঘুম ভাঙলো পানির
ছিটায়.! চোখ খুলে দেখি, রিমি পানির বালতি
হাতে দাঁড়িয়ে আছে।
আমি ধমক দিয়ে বললাম,
.
-- পানি দিলি কেন, রে.? (আমি)
.
-- এত বেলা করে ঘুমাচ্ছিস কেন.? (রিমি)
.
-- তাই বলে পানি দিতে হবে.? (রেগে)
.
-- হুমম। (রিমি)
.
-- ধুররউ.! যা তো, ঘুমাতে দে। (বিরক্ত হয়ে)
.
-- ঘুমাবি মানে.? কলেজে যাবি
না.? (ভ্রু-কুঁচকে)
.
-- না... (আমি)
.
-- কেন.? (রিমি)
.
-- আজকে খেলা আছে... (আমি)
.
-- লাত্থি দিবো, কুত্তা। কলেজে না গিয়ে উনি খেলতে
যাবে রে.! তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ।
কলেজে যেতে হবে। ইম্পরটেন্ট ক্লাস আছে.! (রিমি)
.
-- বললাম তো, যাবো না। (আমি)
.
-- এই তোর মাইর খাওয়ার ইচ্ছা আছে
নাকি.? আব্বুকে ডাক দিবো.? (খুব রেগে)
.
-- এই না, না আমি ফ্রেশ হচ্ছি। (লাফ দিয়ে উঠে)
.
-- ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়।
আমি টেবিলে খাবার দিচ্ছি। (সামান্য হেসে)
.
রিমি চলে গেল আর আমি ফ্রেশ হতে গেলাম।
ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হলাম।
তারপর সকালের খাওয়া শেষ করে আমি আর রিমি
কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম।
.
কলেজে পৌছে আমি রিমির চোখ ফাকি দিয়ে বন্ধুদের
সাথে আড্ডা দিতে গেলাম।
এদিকে,
রিমি গেল শিলার সাথে দেখা করতে।
কিছুক্ষণ খোজা-খুজির পর শিলার দেখা পেল রিমি।
রিমি দূর থেকে শিলাকে ডাক দিল,
.
-- শিলা, একটু এদিকে আসো তো। (রিমি)
.
রিমির ডাক শুনে শিলা তার কাছে এগিয়ে আসলো।
ভ্রু-কুঁচকে বলল,
.
-- কি হয়েছে.? (শিলা)
.
-- তোমার সাথে কিছু কথা ছিল। (রিমি)
.
-- বলো। (শিলা)
.
রিমি একটু দম নিয়ে বলল,
.
-- শুনলাম, শাহিনের সাথে তুমি প্রেম করছো.!
কথাটা কি সত্যি.? (রিমি)
.
-- হুমম সত্যি.! আমরা অনেকদিন থেকেডেঞ্জারাস মামাতো বোন
প্রেম করছি.! (শিলা)
.
শিলার কথা শুনে রিমি হাজার ভোল্টের শক্ খেল।
রিমি ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না।
রাগে তার শরীর থরথর করে কাপতে লাগলো.!
রিমি, শিলাকে মারার জন্য ব্যাগ থেকে একটা চাকু
বের করলো.!
.
.
.
চলবে.... ??????